ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Monday, 14 July 2025

নকল সিগারেট কারখানায় যৌথবাহিনীর অভিযানে ৪ জন গ্রেফতার

নকল সিগারেট কারখানায় যৌথবাহিনীর অভিযানে ৪ জন গ্রেফতার

নিউজ ডেস্ক ঃ বাংলাদেশ সেনাবাহিনীর চলমান যৌথবাহিনীর অভিযানে একটি নকল সিগারেট কারখানায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান নকল বিড়ি, সিগারেট এবং গুলসহ নানা ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে
বাংলাদেশ সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরাফাত এবং ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমানের নেতৃত্বে বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। যৌথবাহিনীর অভিযানে ২ কার্টুন ডারবি সিগারেট, ২ কার্টুন নকল স্টার সিগারেট, ২ কার্টুন টপ টেন সিগারেট, ১ কার্টুন ব্লু টেন সিগারেট, ৩ বস্তা নকল আজিজ বিড়ি, ২ বস্তা আজিজ বিড়ির লেবেল, নকল সিগারেট তৈরির সরঞ্জাম কয়েক বস্তা এবং ৮ বস্তা নকল ফেনসি গুল ও নকল সিগারেট ও বিড়ি তৈরির কারখানার বেশকিছু যন্ত্রপাতিসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, রংপুর হারাগাছ জাগনগর পাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে রতন মিয়া (৩২), একই এলাকার  মৃত খায়রুল ইসলামের ছেলে নাইম মিয়া (২৮), বগুড়া সোনাতলা উপজেলার বালুয়াহাট উত্তর আটকরা গ্রামের মৃত কমর উদ্দিন ব্যাপারির ছেলে মিজানুর রহমান (৬০) এবং রংপুর গঙ্গাচড়া কামদেব গ্রামের মৃত লাল মিয়ার ছেলে তুষার মিয়া (১৯)। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪জনকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages