সুমন কুমার সাহা, কন্ট্রিবিউটিং রিপোর্টার, সারিয়াকান্দি, বগুড়াঃ
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদীতে ডুবে যাওয়া ফাতেমা আদুরী (১৭) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার। আদুরী বগুড়া সদরের জয়পুর পাড়ার মকবুল শেখের মেয়ে। আদুরী ক্যাপ্টেন মাল্টিমিডিয়া পাবলিক স্কুলের এসএসসি পরীক্ষার্থী । আদুরী তার বান্ধবী রত্নার বিয়েতে সারিয়াকান্দিতে দিঘলকান্দির তরফদার পাড়া এলাকার রহিদুল ইসলামের বাড়িতে আসেন।আদুরী মঙ্গলবার বিকেলে কয়েকজন বান্ধবীদের নিয়ে পাইকপাড়া বাঙালি নদীতে গোসল করতে নামে । গোসল করার সময় আদুরী পানির গভীরে তলিয়ে যায়। তার বান্ধবীরা অনেক চেষ্টা ও খোঁজাখুজি করে সন্ধান না পাওয়ায় স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ডুবুরি দলকে জানানো হলে ডুবুরি দল এসে নিখোঁজ মেয়েটির লাশ উদ্ধার করে।
No comments:
Post a Comment