ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Monday, 30 June 2025

সারিয়াকান্দির যমুনা নদীতে অভিযানে নিষিদ্ধ জাল জব্দ

সারিয়াকান্দির যমুনা নদীতে অভিযানে নিষিদ্ধ জাল জব্দ 

সুমন কুমার সাহাঃ
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে অভিযান পরিচালনা করে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
উপজেলা মৎস্য দপ্তর উদ্যোগে সোমবার সকাল ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার মুর্শিদা খাতুন।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী অভিযানে যমুনা নদীতে বিভিন্ন স্থান থেকে ২'শত অবৈধ চায়না জাল এবং ১৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার বজার মূল্য প্রায় ৯ লাখ টাকা। পর জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারী জাল কালিতলা ঘাটে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আফিয়া সুলতানা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বৃন্দ।
মৎস্য কর্মকর্তা জানান, এই ধরনের জাল দিয়ে ছোট-বড় সব মাছ ধরা পড়ে, ফলে প্রাকৃতিক মাছের উৎপাদন কমে যায় এবং জলজ প্রাণীর স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages