ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Thursday, 19 June 2025

সারিয়াকান্দি মদন মোহন মন্দিরের মহিলা সেবাইত পরলোক গমন করেছেন

সারিয়াকান্দি মদন মোহন মন্দিরের মহিলা সেবাইত পরলোক গমন করেছেন 

নিউজ ডেস্ক  ঃ বগুড়ার সারিয়াকান্দি মদন মোহন মন্দিরের মহিলা সেবাইত আভা বালা সাহা ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করলেন। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি চন্দনবাইশা ইউনিয়নের রহদহ গ্রামের মৃত বাটু সাহার স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি দীর্ষ ৪০ বছর যাবত - মদন মোহনের নিত্য সেবা ও অন্যভোগ রান্না করেছেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার সৎকার সকাল ১১ টায় কালিতলা যমুনা নদীর শ্মশান ঘাটে সম্পন্ন করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages