নিউজ ডেস্ক ঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বগুড়া-১ সারিয়াকান্দি সোনাতলা আসনের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আয়োজনে মোটরসাইকেল শোভাযাত্রাটি গতকাল মঙ্গলবার সকালে সারিয়াকান্দির আমতলী এলাকা থেকে শুরু করা হয়। এরপর শোভাযাত্রাটি ফুলবাড়ী, ভেলাবাড়ী, কামালপুর, চন্দনবাইশা, কুতুবপুর এবং সদর ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। পরে সোনাতলা উপজেলারও বিভিন্ন এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকে জনসাধারণের নিকট থেকে ভোট প্রার্থনা করেন। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় জামায়াতের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন। উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ইকবাল হোসেন, সেক্রেটারি মাওলানা এনামুল হক চন্দনী, পৌর জামায়াতের সেক্রেটারি সাদিকুল ইসলাম স্বপন, যুব জামায়াতের সভাপতি বনি আমিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আনোয়ার হোসেন বিপ্লব প্রমুখ।
বগুড়া-১ আসনে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
No comments:
Post a Comment