নিউজ ডেস্ক ঃ বগুড়ার সারিয়াকান্দিতে মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে সারিয়াকান্দি থানা পুলিশ অভিযান পরিচালনা করে ২০(বিশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১জন মাদক ব্যবসায়ী উপজেলা নারচী ইউনিয়নের কুপতলা মন্ডলপাড়া গ্রামের মৃত মামুনুর রশিদের ছেলে মোঃ রনি রিয়াজ (২৬) কে গ্রেফতার করে তাহার বিরুদ্ধে ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ২৯(ক) সারিয়াকান্দি থানায় মামলা রুজু করা হয়।
এছাড়াও থানা পুলিশ অভিযান চালিয়ে
জিআর পরোয়ানাভুক্ত আসামী পৌরসভার কুঠিবাড়ী এলাকার মোঃ সামিল প্রাং এর ছেলে মোঃ নাহিদ প্রাং (২০) এবং সিআর পরোয়ানাভুক্ত আসামী উপজেলা জামথল মধ্য টেংরাকুড়া গ্রামের মোঃ জামালের ছেলে মোঃ মোখলেছার রহমানকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়। এবিষয়ে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীসহ গ্রেফতারকৃত ৩ জন আসামীকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে ।
সারিয়াকান্দিতে মাদক ব্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার
No comments:
Post a Comment