ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Monday, 12 May 2025

সারিয়াকান্দি কলেজে নতুন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম

সারিয়াকান্দি কলেজে নতুন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম

নিউজ ডেস্ক ঃ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে বগুড়ার সারিয়াকান্দি কলেজের উপাধ্যক্ষের  মুনজুর মোরশেদ কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আগের পদে পুনর্বহাল রেখে উক্ত কলেজের সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যাপকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

সোমবার সকালে কলেজ হলরুমে আনুষ্ঠানিক ভাবে সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। আনোয়ারুল ইসলাম ০৩রা জানুয়ারি ১৯৯৫ সালে সারিয়াকান্দি কলেজে কৃষি বিষয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন।
উল্লখ্য, বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে খুনি আখ্যা দিয়ে মরোনোত্তর বিচার দাবী এবং আপোষহীন নেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকে পতিতা বলে কু-রুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্য প্রদানের অভিযোগসহ একাধিক শিক্ষকে অভিযোগের প্রেক্ষিতে বগুড়ার সারিয়াকান্দি কলেজের অধ্যক্ষ (অধ্যক্ষ) পদ থেকে নাশকতা মামলার আসামী উপাধ্যক্ষ মুনজুর মোরশেদ কে অপসারণ করা হয়েছে।
এর আগে, গত ০৮ মে এডহক কমিটির সভাপতি নূর এ আজম বাবু স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, গভর্নিং বডির সিদ্ধান্ত ও প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে মুনজুর মোরশেদ কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান এবং আলাদা এক চিঠিতে আনোয়ারুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages