ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Friday, 24 January 2025

নেতা নয় বিএনপির কর্মী হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে - হিরু মন্ডল

নেতা নয় বিএনপির কর্মী হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে - হিরু মন্ডল

জাফরুল সাদিক ঃ বগুড়ার সারিয়াকান্দিতে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা দাবি মানুষের কাছে পৌঁছে দিতে দুর্গম চরাঞ্চলের পাড়া-মহল্লায় উঠান বৈঠক কার্যক্রম শুরু করেছেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি মাছুদুর রহমান হিরু মন্ডল। গত বৃহস্পতিবার দিন ব্যাপী কর্নিবাড়ী-কাজলা ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা ও বাজারে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মাছুদুর রহমান হিরু মন্ডল বলেন, ‘বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা ভোগ করতে হলে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের কোন বিকল্প নেই। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাশে থেকে ধানের শিষ প্রতীককে বিজয়ের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। ’‘বৈষম্যবিরোধী আন্দোলনে বহু ছাত্র-জনতাকে আমরা হারিয়েছি। গত ১৭ বছরে সারা দেশে আমাদের বহু নেতা-কর্মী গুম ও খুন হয়েছেন। আন্দোলনেও অনেক নেতা-কর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন খালেদা জিয়া। তিনি বিনা কারণে জেল খেটেছেন। তিনি অসুস্থ, তাঁর জন্য আপনারা সবাই দোয়া করবেন।’ নেতা নয় সকলকে বিএনপির কর্মী হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এখনো সময় আছে, আসুন, আমরা জনগণের পাশে থাকি, জনগণের সাথে থাকি। যারা এমন কিছু করবে যা আপনাকে-আমাকে ক্ষতিগ্রস্থ করবে, যা আমাদের দলকে ক্ষতিগ্রস্থ করবে,যাদের দ্বারা আমাদের দল ক্ষতিগ্রস্থ হবে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব। তিনি আরো বলেন, ‘এখনো আমাদের আন্দোলন শেষ হয়নি। আমাদের আন্দোলন চলবে। কারণ, শেখ হাসিনা ভারতে বসে, আর তাঁর দোসরেরা বাংলাদেশে বসে ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। ষড়যন্ত্রকারীরা আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করবে। সেই সুযোগ যেন তারা না পায়। তাই সব নেতা-কর্মীকে সতর্ক থাকতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages