সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সারিয়াকান্দিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা বিএনপির আয়োজনে গতকাল রবিবার বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সহ সভাপতি কাজী জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান। সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি কুদরত ই খোদা চাঁন, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম ফুল, রিপন মাহমুদ বিতান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, পৌর বিএনপির সহ সভাপতি ইউনুস আলী মন্ডল, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি জিয়াউল হক লিমন, লায়লা আরজু লাকি, ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মান্নান, কর্ণিবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান সোনা প্রমুখ।
সারিয়াকান্দিতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিক পালিত
No comments:
Post a Comment