নিউজ ডেস্ক ঃ বগুড়ার সারিয়াকান্দিতে মাদক ব্যবসায়ীসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে সারিয়াকান্দি থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৩২(বত্রিশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ী কুপতলা আদর্শপাড়া গ্রামের মোঃ শামসুল ইসলাম মোল্লা ছেলে মোঃ আতিকুর রহমান মোল্লা (৩০) , রামনগর তরফদারবাড়ীর মৃত মজনু প্রামানিকের ছেলে মোঃ জিয়ারুল প্রামানিক (২৬) , কুপতলা সাহাপাড়া গ্রামের মৃত রাখাল প্রাং এর ছেলে মোঃ এমদাদুল হক (৩৫) ৩ জনকে গ্রেফতার করে তাহাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) সারিয়াকান্দি থানার মামলা রুজু করা হয়। এছাড়াও থানা পুলিশ অভিযান চালিয়ে সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গোসাইবাড়ী গ্রামের আব্দুল জলিলেল ছেলে মোঃ পিন্টু মিয়া (৪৫), আব্দুল জলিলের স্ত্রী মোছাঃ লাইলী বেগম (৬০) , মোঃ পিন্টু মিয়ার স্ত্রী মোছাঃ শাহিনুর বেগম (৩৮), রামনগর তরফদারপাড়ার মোঃ ধলু তরফদারের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক, এবং জিআর পরোয়ানাভুক্ত আসামী উপজেলার কুপতলা শাহাপাড়া গ্রামের মোঃ বনিজ উদ্দিন প্রাং এর ছেলে মোঃ শাওন প্রাং কে গ্রেফতার করা হয়েছে । সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীসহ গ্রেফতারকৃত ৮জন আসামীকে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে ।
সারিয়াকান্দিতে মাদক ব্যবসায়ীসহ ৮ জন গ্রেফতার
No comments:
Post a Comment