সুমন কুমার সাহা ঃ বগুড়ার সারিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে নগর পরিচালন ও অবকাঠামো প্রকল্পের সহযোগিতায় উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান। এতে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আলিম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা তথ্য কর্মকর্তা নাহিয়া সুলতানা প্রমুখ। আলোচনা সভা শেষে ৫টি ক্যাটাগরীতে ৫ জন জয়িতাকে সনদ ও সম্মাননা প্রদান করা হয়।
সারিয়াকান্দিতে বেগম রোকেয়া দিবস পালিত
No comments:
Post a Comment