বাংলাদেশ গনতান্ত্রিক সাংস্কৃতিক জোট কর্তৃক সিরাজুল ইসলাম ফুলকে শহীদ জিয়া স্মৃতি সম্মাননা ক্রেস্ট প্রদান
নিউজ ডেস্ক ঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের ৫৩ বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১ ডিসেম্বর বিকালে ঢাকা সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি কাঁচা মিলনায়তনে বাংলাদেশ গনতান্ত্রিক সাংস্কৃতিক জোটের উদ্যোগে সমাজ সেবক ও দক্ষ সংগঠন হিসেবে বিশেষ অবদানের জন্য জুড়ি বোর্ড উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ফুলকে শহীদ জিয়া স্মৃতি সন্মাননা প্রদান করা হয়। এ-সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল বলেন, বাংলাদেশ গনতান্ত্রিক সাংস্কৃতিক জোটের জুরি বোর্ডের কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা মন্ডলীর চুড়ান্ত সিদ্ধান্তে সমাজ সেবক ও দক্ষ সংগঠন হিসেবে আমাকে শহীদ জিয়া স্মৃতি সন্মাননা প্রদান করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারিয়াকান্দী উপজেলা ও পৌর শাখার ছাএদল, যুবদল ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
No comments:
Post a Comment