সারিয়াকান্দিতে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ গ্যাস ট্যাবলেট খেয়ে বগুড়া সারিয়াকান্দিতে জনি বেগম (২৬) নামে একজন গৃহবধূ আত্মহত্যা করেছে। জনি বেগম উপজেলার নারচী ইউনিয়নের উত্তর গণকপাড়া গ্রামের খোকন মিয়ার স্ত্রী।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, জনি বেগমের সাথে তার পরিবারের লোকজনের বিবাদ চলমান ছিল। এর জেরে জনি বেগম গত শনিবার বিকালে তার শশুরবাড়ীতে সবার অজান্তে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে। এরপর সে অসুস্থ হয়ে পরলে পরিবারের লোকজন তাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জনি বেগম শনিবার রাতেই মারা যায়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করা ভিক্টিমের মরদেহ শজিমেকে ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বগুড়া সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
No comments:
Post a Comment