সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির। সোমবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বানভাসি এলাকা পরিদর্শন করে চালুয়াবাড়ী ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের পানিবন্দী চরবাসীর মাঝে ৩'শ প্যাকেট চাল ও ১'শত ৫০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করেন। পরে তিনি সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং ছাত্রীদের জন্য গার্লস কমফোর্ট জোনের উদ্বোধন করেন। এরপর ফুলবাড়ি ইউনিয়নের ডোমকান্দি আশ্রয়ণ প্রকল্পে পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্যদের সাথে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে আশ্রয়ণ প্রকল্পে মসজিদ উদ্বোধন ও ২১৬ জন মানুষের মাঝে চাল বিতরন করেন। শেষে উপজেলা পরিষদের এম্বুলেন্স উদ্বোধন করে পৌরসভা পরিদর্শন করেন । এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল, বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান, মেয়র মতিউর রহমান মতি, থানা অফিসার ইনচার্জ রবিউল ইসলাম প্রমুখ।
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ একটি মানুষও ত্রাণের সংকটে না থাকে । তারা যেন আশ্রয়হীন না থাকে । এই ত্রাণ বিতরণ এক্ষেত্রে কোন প্রকার অনিয়ম বা অন্য কোন দুর্নীতির আশ্রয় নেয়, তাহলে চাকরি থেকে বরখাস্ত ও ফৌজদারী মোকাদ্দমার সম্মুখীন হতে হবে কোন ছাড় দেওয়া হবে না।
No comments:
Post a Comment