সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় নদী ভাঙন ও বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বগুড়া জেলা পুলিশ কর্তৃক খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ( ৬ জুলাই) সকালে বগুড়া জেলা পুলিশের আয়োজনে উপজেলার চন্দবাইশা ইউনিয়নের ঘুঘুমারি, রৌহদহ ও কামালপুর ইউনিয়নের তালতলা বন্যার্তদ ১৯০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন-জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্তী,বিপিএম ,পিপিএম ।
সেই সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, বগুড়া (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ মোতাহার হোসেন, সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজার রহমান ।
খাদ্যসামগ্রী বিতরণের সময় -জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্তী,বিপিএম ,পিপিএম বক্তব্যে বলেন, বন্যা যতদিন চলবে আমরা পর্যবেক্ষণ করবো। আমরা জানি বন্যার সুযোগে অপরাধ সংঘটিত হয় । সেই জন্য আমরা সক্রিয় আছি। আমরা আপনাদের নিরাপত্তার নিশ্চিত করব এবং আপনাদের খাদ্য সহায়তা নিশ্চিত করতে চাই । বন্যার্তদের যা যা সহযোগিতা করার দরকার সে সেক্ষেত্রে অবশ্যই বগুড়া জেলা পুলিশ ধারাবাহিক ভাবে কাজ করে যাবে।
No comments:
Post a Comment