ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Monday, 29 July 2024

আড়াই বছর পর সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

আড়াই বছর পর সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ


সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ গত আড়াই  বছর পর সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু এবং সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু অনুমোদিত ৭১ সদস্য বিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে এ বছরের প্রথম দিকে। গতকাল রবিবার এ পূর্ণাঙ্গ কমিটি গণমাধ্যমে প্রকাশ করেছে উপজেলা আওয়ামী লীগ। পূর্ণাঙ্গ এ কমিটিতে বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান এবং গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহাজাদী আলম লিপি ও নৌকার মনোনয়ন প্রার্থী ম. আব্দুর রাজ্জাককে সদস্য করা হয়েছে।
গত ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারী সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে  উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। সম্মেলনে তিনি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টুকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং আব্দুল খালেক দুলুকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন। তখন থেকেই দীর্ঘ আড়াই বছর সারিয়াকান্দিতে কোনও পূর্ণাঙ্গ কমিটি ছিল না। ফলে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দিশেহারা ছিলেন। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রবিবার পূর্ণাঙ্গ কমিটি গণমাধ্যমের কাছে প্রকাশ করা হয়েছে। নবগঠিত এ পূর্ণাঙ্গ কমিটির সহ সভাপতির সংখ্যা ৯ জন। তারা হলেন, আব্দুর রশিদ ফারাজী, আনোয়ারুত তারিক মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা এ কে এম সুরুতজ্জামান, এ্যাড. মন্তেজার রহমান মন্টু, অধ্যক্ষ সাহাদত হোসেন, আলহাজ্ব গোলাম মোস্তফা টুকু, মতিউর রহমান মতি, আপেল মাহমুদ লাভলু এবং নাজমুল হক জামি। কমিটিতে ৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। তারা হলেন, সাখাওয়াত হোসেন সজল, ইউনুস আলী এবং আইয়ুব আলী তরফদার। নবগঠিত এ কমিটির সাংগঠনিক সম্পাদকও ৩ জন।  তারা হলেন, আশিক আহম্মেদ, রাশেদুল ইসলাম রিপন এবং প্রভাষক সুলতান মাহমুদ প্রিন্স। কমিটিতে রিয়াজুল জান্নাত প্রিন্সকে আইন বিষয়ক সম্পাদক, শাহাদৎ হোসেনকে কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, নূর মেহেদী হাসান আলোকে তথ্য ও গবেষণা সম্পাদক, মজিবুর রহমানকে ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, মিজানুর রহমান মিজানকে দপ্তর সম্পাদক,  জহুরুল হক চিশতিকে ধর্ম বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এ এস এম সিরাজুল ইসলামকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, রাশেদ মোশারফকে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, জাহেদুল ইসলাম আকন্দকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সাবিনা ইয়াসমিনকে মহিলা বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ বাদশাকে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, মাশেদুল হক ঠান্ডাকে যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক, প্রভাষক রফিকুল ইসলামকে শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, ওহেদুল ইসলামকে শ্রম সম্পাদক, মামুন জিয়াউল হক রতনকে সাংস্কৃতিক সম্পাদক, আবু বক্কর সিদ্দিককে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, মাশেদুল হক হিরুকে সহ দপ্তর সম্পাদক, আহসান হাবিব বিপ্লবকে সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং নাঈম রহমানকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে। পূর্ণাঙ্গ এ কমিটিতে সন্মানিত সদস্যরা হলেন, সাহাদারা মান্নান এম পি, ম. আব্দুর রাজ্জাক, আবুল কালাম আজাদ, আনিসুজ্জামান মিন্টু, মোজাহেদুল ইসলাম বিপ্লব, মমতাজুর রহমান মন্ডল, রেজাউল ইসলাম, আশরাফ আলী, শাহাজাদী আলম লিপি, শোয়েব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, আনছার আলী মাস্টার প্রমুখ।
সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু বলেন, উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়ায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু এবং সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু ভাইদের ধন্যবাদ জানাই। নানা ধরনের জটিলতায় এতদিন পূর্ণাঙ্গ কমিটি জনসম্মুখে প্রকাশ করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দলকে শক্তিশালী করতে নবগঠিত উপজেলা কমিটির সবাইকে নতুন উদ্যোমে কাজ শুরু করার জন্য অনুরোধ করা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages