সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে কয়েকদিনের ভারি বর্ষণের কারণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)'র সড়ক ভেঙ্গে পুকুরে বিলীন হয়ে যাচ্ছে। সড়কগুলো দ্রুত মেরামত করা না হলে যানচলাচল বন্ধ হয়ে যাবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের পানি নিস্কাসনের ব্যবস্থা না থাকায় , উপজেলার ১২ নং ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা চারমাথা-সাতবেকীগামী সড়কের জোড়গাছা নতুনপাড়া এলাকার বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী ও জোড়গাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক মোনায়েম হোসেনের বাড়ির সামনের সড়ক প্রায় অর্ধেক অংশ ভেঙ্গে পুকুরে বিলীন হয়ে গেছে। একই চিত্র দেখা গেছে বাঁশহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণপাশ্বে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় এমন চিত্র রয়েছে। সড়কগুলো দ্রুত সংরক্ষণ করা না হলে এসব সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এসব এলাকার লোকজন।
এবিষয়ে বাঁশহাটা এলাকার রাকিবুল হাসান রাকিব জানিয়েছেন বাঁশহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক ভেঙে ভাস্কর্য আব্দুর রাজ্জাকের পুকুরে বিলীন হয়ে যাচ্ছে।
নতুনপাড়া এলাকার আয়েব আলী ফকির ছেলে রহিদুল ফকির বলেন, সড়কের পাশ দিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির সময় মুন্সী বাড়ীর প্রায় ২০-২৫টি পরিবারের পানি সড়কের উপর দিয়ে এসে ফরিদ হাজির পুকুরে পড়ে এখানে ভাঙন দেখা দিয়েছে। এখানে এলজিইডি বিভাগ দ্রুত সড়ক সংরক্ষণের উদ্যোগ না নিলে পথচারীর ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটবে।
ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম শিপন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ভাঙনকবলিত সড়কগুলো চিহ্নিত করে উপজেলা প্রকৌশলীর কাছে তালিকা পাঠানো হয়েছে। সড়কগুলো দ্রুত মেরামত করা জরুরী।
এ ব্যাপারে, উপজেলা প্রকৌশলী মোঃ তুহিন সরকারের সথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ইউপি চেয়ারম্যান বিষয়টি জানানোর পর তাকে ঐ এলাকার ক্ষতিগ্রস্ত সড়কগুলোর তালিকা চাওয়া হয়েছে। তালিকা পেলে সড়কগুলো সংস্কার করা হবে।
No comments:
Post a Comment