সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে আদালতের নির্দেশ অমান্য করে রাতের অন্ধকারে আম গাছ রোপন করে বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা করছে। ঘটনাটি উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কুতুবপুর গ্রামে ঘটেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর মৌজার খতিয়ান নং-১১৩৪৬ এবং ১৮৪৪ নং দাগে চার শতক পৈতৃক সম্পত্তিতে বিবাদী গন জোর করে জমি দখলের চেষ্টো করে। সেখানে একটি মার পিটের ঘটনা ঘটে।পরে বিবাদী গনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মোকদ্দমা নং১৫০সি/২০২৪(সারিয়া) ও সারিয়াকান্দি সহকারী জজআদালতে মোকদ্দমা নং৮৫/২৪ অন্য আনায়ন করা হলে উক্ত মোকদ্দমায় বর্নিত সম্পত্তিতে স্থিতিবস্থার আদেশ প্রদান করে।এমত অবস্থায় গত ১১-০৬-২০২৪ইং তারিখে বড় কুতুবপুর গ্রামের পিতা মৃত কাশেমের ছেলে মোঃ মাহফুজার রহমান ও তার স্ত্রী লিলি বেগম,শাহজাহান আলীর স্ত্রী ডলি বেগম,বিমানের স্ত্রী আন্জু বেগম, মাহফুজার রহমানের সন্তান সাকিল,বিমানসহ ১০/১২জন মাস্তান প্রকৃতির লোক জন নিয়ে জমিতে ১১টি আম গাছ রোপন করে। বিবাদীদের গাছ লাগাতে বাধা দিতে গেলে তারা বিভিন্ন প্রকার হুমকি,মারপিট করে খুন জখম করার ভয় ভীতি প্রদর্শন করে। এ ঘটনায় ববিতা বেগম বাদি হয়ে সারিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
No comments:
Post a Comment