সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে চাষাবাদে বাধা প্রদান করে জমি দখলের চেষ্টা করার অভিযোগ পাওয়াগেছে।অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড়ইকান্দি মৌজার ১১৫৯,৯১৪,৯১৭,৮৫১,২৪০৩ নং দাগে মোট ১১০ শতক পৈতৃক ও কবলা সূত্রে পাওয়া সম্পত্তিতে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করিয়া আসছিল।গত ১১/০৬/২০২৪ইং তারিখে আনুমানিক সকাল ১০ঘটিকায় চাষাবাদে বিবাদী মৃতঃ রাজা প্রধানের স্ত্রী মোছাঃ রেনু বিবি, মোঃ রাজা প্রধানের ছেলে মোঃ ইউনুস প্রধান ও মোছা ঃ জেসমিন বেগম বাধা প্রদান করে। এবং মাঝে মাঝে তারা বিভিন্ন প্রকার হুমকি,মারপিট করে খুন জখম করার ভয় ভীতি প্রদর্শন করে। এ ঘটনায় ফেরদৌসি বেগম বাদি হয়ে সারিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাছাড়াও বিবাদীগণের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং-১১/২০২১(বন্টন)বিজ্ঞ আদালতে চলমান আছে। বিজ্ঞ আদালত উক্ত সম্পতির উপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করে।দায়েরকৃত মামলা উঠাইয়া নেয়ার জন্য বলে।আমি যদি বিবাদীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা উঠাইয়া না লই তাহলে আমাকে হত্যা করিবে। আমার লাশ যমুনা নদীতে ভাসাইয়া দিবে মর্মে হুমকি দিয়া আসিতেছে।
সারিয়াকান্দিতে চাষাবাদে বাধা প্রদান করে জমি দখলের চেষ্টা
No comments:
Post a Comment