নিউজ ডেস্ক ঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে বগুড়ার সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
রবিবার দুপুরে পৌর বাজারে থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাকের নেতৃত্বে আদালত পরিচালনা করা হয়।
অভিমানের সময় পিঁয়াজের দাম বেশি নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ (৪০) ধারা মোতাবেক ইলেম উদ্দিনের ছেলে বাবলু পিঁয়াজ ব্যবসায়ী কে ১ হাজার টাকা জরিমানা করেন।
এসময় ভ্রাম্যমাণ আদালত সবজি ও মাছের দোকান পরিদর্শন করেন। বিক্রেতাদের সাথে কথা বলে দ্রব্যমূল্যের দরদাম যাচাই করেন। দোকানের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ দেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক বলেন, রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি বাজারে অভিযান পরিচালনা করা হবে।
No comments:
Post a Comment