সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৭ দিনের কারাদণ্ড
সুমন কুমার সাহা, সারিয়াকান্দি উপজেলা প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাকের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় উপজেলার চরগোদাগারি এলাকায় বাঙ্গালী নদী থেকে অবৈধ উপায়ে বালু তোলার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (গ) ধারা অপরাধ ১৫ (১) সংশ্লিষ্ট ধারার ১ টি মামলায় বগুড়া জেলার, শিবগঞ্জ উপজেলার, আমূল মালোগাড়ী গ্রামের গফুর মন্ডলের ছেলে নবীর (৩৮) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সে সময় সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক বলেন ভবিষ্যতেও এ ধরনের অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
No comments:
Post a Comment