সুমন কুমার সাহা,সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনধিঃ সারিয়াকান্দিতে অনলাইনে কৃষকের অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহের লটারি ও অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২৩-২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সরকারি খাদ্য গুদামে ফিতা কেটে অভ্যন্তরীণ ধান সংগ্রহের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান,উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম,খাদ্য গুদাম কর্মকর্তা গোলাম রব্বানী,চাউল কল মালিক সমিতির সভাপতি মোজাফ্ফর রহমান,সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা খাদ্য অফিস সূত্রে জানাগেছে, চলতি মৌসুমে ক্ষুদ্র ৮২ জন, মাঝারি ৪৮ জন, বড় ৩২ জন মোট ১৬২ জন কৃষকের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে ৪শ’ ৮৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ।
সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন করলেন- ইউএনও
No comments:
Post a Comment