সারিয়াকান্দিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
সুমন কুমার সাহা,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন পশ্চিম পাকিস্তানের হানাদার বাহীনি পরাজয় নিশ্চিত যেনে বাঙ্গালি জাতীর মেরুদন্ড ভেঙ্গে দিতে নির্বিকারে হত্যা করে দেশের শত শত বুদ্ধিজীবিকে। বাঙ্গালি জাতীকে দমিয়ে রাখার এই প্রচেষ্টায় তারা সফল হতে না পারলেও বাঙ্গালি হারায় শত শত মেধাবী কর্ণধার। যে ক্ষতি কখনো পূরণের নয়। এই দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল। সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, সহকারী কমিশনার( ভূমি) সবুজ কুমার বসাক, মুক্তিযোদ্ধা জামিলুর রহমান, আব্দুল করিম, সাংবাদিক আমিনুল ইসলাম হিরু। উক্ত সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র মতিউর রহমান মতি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম প্রমুখ।
No comments:
Post a Comment