সারিয়াকান্দিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের
মাঝে বীজ ও সার বিতরণ
সুমন কুমার সাহা সারিয়াকান্দি প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে রবি/২০২৩-২৪ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষক/ কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল। এতে আরোও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, উপজেলা কৃষক লীগের সভাপতি সম্পাদক সাইফুল ইসলাম দুখু, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সবুজ কুমার বসাক, বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কুদরত আলী।
এ উপজেলার ৬৭৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর এবং গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়।
No comments:
Post a Comment