সুমন কুমার সাহা ,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ "জন্ম ও মৃত্যু নিবন্ধন করি-নাগরিক অধিকার নিশ্চিত করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, পৌরসভার প্যানেল মেয়র মামুনুর রশিদ মামুন, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল হালিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শাহিনুর বেগম, পৌর ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহমুদুল হাসান মুনজু, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন , হাটশেরপুর ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ মেহেদী হাসান আলো, চন্দনবাইশা ইউপি চেয়ারম্যান মাহমুদুন্নবী হিরু, চালুয়াবাড়ি ইউনিয়ন সচিব মামুনুর রশিদ, সাংবাদিক রফিকুল ইসলাম গ্রামপুলিশ মদন কুমার দাশ প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সারিয়াকান্দি পৌরসভার কাউন্সিলর, ইউনিয়ন সচিব এবং গ্রামপুলিশ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। আলোচনা সভা শেষে উপজেলা ১২টি ইউনিয়নের নির্বাচিত গ্রাম পুলিশদের সম্মাননা প্রদান করা হয়।
সারিয়াকান্দিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন
No comments:
Post a Comment