সারিয়াকান্দি উপজেলা প্রতিনিধি ঃ "শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক, নির্মল দুর্জয়" এই প্রতিপাদ্য কে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে নানান কর্মসূচির মধ্যে দিয়ে শেখ রাসেল দিবস-২০২৩ পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। সহকারি কমিশনার ( ভূমি ) সবুজ কুমার বসাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল। থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীন নাহারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সারওয়ার ইউসুফ জামাল, সারিয়াকান্দি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান স্বপন,বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম, সারিয়াকান্দি যমুনা থিয়েটারের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া ইসলাম শশী, সুমাইয়া হাসান প্রমুখ। অনুষ্ঠান শেষে শিল্পকলা একাডেমিক কর্তৃক নিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
No comments:
Post a Comment