সারিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি
নিউজ ডেস্ক ঃ "অসমতার বিরুদ্ধে লড়াই করি-দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে বগুড়া সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ব্রাক সুফল ২ প্রকল্প ও এসকেএস ফাউন্ডেশন এর সহযোগিতায় দিবস টি উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মতিউর রহমান মতি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইফুল ইসলাম। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, ব্র্যাক মাঠ সমন্বয়ক মোঃ রেদয়ানুজ্জামান চৌধুরী, ব্র্যাক দূর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির ম্যানেজার শাফিউল ইসলাম, এস কে এসের সহকারী প্রকল্প ব্যবস্থাপক সাবাস শবনম, সহকারী প্রকল্প কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠান শেষে দুর্যোগ ব্যবস্থাপনার উপরে ফায়ার সার্ভিসের একটি মহড়া হয়।
No comments:
Post a Comment