সুমন কুমার সাহাঃ বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার আয়োজনে শিক্ষার্থীদের ইভটিজিং ও শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকালে সারিয়াকান্দি প্রেসক্লাবের সামনে ফুলবাড়ি গমীর উদ্দীন বহুমুখী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান কে লাঞ্চিত কারিদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধনে অংশ নেন উপজেলার মাধ্যমিক শিক্ষক -শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ। উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতি সভাপতি ও সারিয়াকান্দি বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক সাকী মোঃ জাকিউল আলম, সাধারন সম্পাদক মামুনুর রশিদ, ফুলবাড়ি গমীর উদ্দীন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক লাল মাহমুদ, রামচন্দ্রপুর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক তোজাম্মেল হক, কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দীন, ফুলবাড়ি গমির উদদীন স্কুল অ্যান্ড কলেজ সিনিয়র শিক্ষক এবং শিক্ষক কর্মচারী ঐক্যজোট উপজেলা শাখা সাধারণ সম্পাদক মো:আনোয়ারুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে ফুলবাড়ি বহুমুখী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান কে মারধরের এজাহার ভুক্ত সকল আসামীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য গত (২০/৯/২০২৩) বুধবার সারিয়াকান্দি ফুলবাড়ী গমীর উদ্দীন স্কুল এন্ড কলেজের স্কুলের ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করায় শাহ আলম দলবল নিয়ে সহকারী প্রধান শিক্ষক ও কুতুবপুর ইউনিয়নের সোলারতাইড় গ্রামের মৃত মকবুল হোসেন প্রামানিকের ছেলে কামরুল হাসানকে মারপিটে আহত করেছে । স্কুল চলাকালিন মারপিটের ঘটনায় শাহ আলম (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা । স্কুল শিক্ষককে মারপিটের ঘটনায় বিচার চেয়ে তৎক্ষনাত বিক্ষোভ মিছিল করেছে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা । শাহ আলম উপজেলার ফুলবাড়ী গ্রামের সোলায়মান আলীর ছেলে । থানা পুলিশ শাহ আলমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে । এবিষয়ে সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান বাদী হয়ে শাহ আলমসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ করেন।
No comments:
Post a Comment