সুমন কুমার সাহা সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে সার পাচার কালে ৯বস্তা সার আটক এবং ভ্রাম্যমান আদালতে ডিলার ও ক্রেতার নিকট থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল হালিম জানান,সোমবার দুপুরে সারিয়াকান্দি থেকে অন্য উপজেলায় সার পাচারের সংবাদ পেয়ে তিনি অভিযান চালিয়ে সারিয়াকান্দি-বগুড়া সড়কে আমতলী নামক স্থান থেকে ২বস্তা টিএসপি,২বস্তা ড্যাব ও ৫বস্তা ইউরিয়া সার আটক করেন।এরপর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম ভ্রাম্যমান আদালত বসিয়ে সার বিক্রির অভিযোগে সার ডিলার আব্দুর রাজ্জাক এর ৫হাজার, খুচরা বিক্রেতা আশরাফ আলীর ৫হাজার এবং সার ক্রেতা গাবতলী উপজেলার বকসিপাড়া গ্রামের টিটু মিয়ার নিকট থেকে ৩হাজার টাকাসহ মোট ১৩হাজার টাকা জরিমানা আদায় করেন। উদ্ধারকৃত ৯বস্তা সার জব্দ দেখিয়ে স্পট নিলামে ৮হাজার টাকা বিক্রি করে সরকারী কোষাগারে জমা করা হয়।
সারিয়াকান্দিতে সার পাচার কালে ৯বস্তা সার আটক ১৩ হাজার টাকা জরিমানা
No comments:
Post a Comment