ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Friday, 20 May 2022

সারিয়াকান্দিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরন

সারিয়াকান্দিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরন

সুমন কুমার সাহা সারিয়াকান্দি প্রতিনিধি ঃ
বগুড়ার সারিয়াকান্দিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসেন সাংসদ সদস্য সাহাদারা মান্নান। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি রেজাউল করিম মুন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আকরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মমতাজুর রহমান মন্ডল প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভুক্ত ১০ জন শিক্ষার্থীদের হাতে বাই-সাইকেল ও উচ্চ মাধ্যমিক পডুয়া ৫ জনের প্রতিজনকে ৯ হাজার ৬০০ টাকা, মাধ্যমিকের ১০ জনের প্রতিজনকে ৬ হাজার টাকা এবং প্রাথমিকের ২০ জনকে ২ হাজার ৪০০ টাকা করে মোট ৩৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
শিক্ষার্থীরা জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়ে আমরা সকলেই উচ্ছ্বসিত। গ্রাম থেকে স্কুলে প্রায় ৩-৪ কি.মি. পথ পারি দিয়ে স্কুলে আসতে দেরি হয়। প্রতিদিন পথ পারি দিয়ে আসতে আমাদের কষ্ট হতো, সাইকেলটি পেয়ে আর কষ্ট করতে হবে না। এতে আমরা অনেক স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পারব’।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages