সুমন কুমার সাহা সারিয়াকান্দি প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১ ২০২২-২০২৩ মৌসুমে উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে সার ও বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম প্রমুখ। এ উপজেলার ১৬২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি সার ও ২০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শওকত জামিল।
No comments:
Post a Comment