বগুড়ার ধুনট উপজেলায় বুধবার ভোররাতে সারিয়াকান্দি সদরের কাপড় ব্যবসায়ীরা সন্ত্রাসী হামালার শিকার হয়েছেন। এ সময় সন্ত্রাসীরা তাদের কছে থেকে নগদ টাকা সহ মালামাল লুটে নেয়। আন্তঃ উপজেলা সংযোগ সড়কের ধুনট-সারিয়াকান্দি সড়কের কালেরপাড়ার সরকার পাড়ায় বুধবার ভোর রাত ৪টায় এ ঘটনা ঘটে। হামলার শিকার সারিয়াকান্দি সদরের রহমান ও তরফদার মার্কেটের ৪জন কাপড় ব্যবসায়ীরা হলেন, পরিতোষ সাহা, সুমন সাহা, শাজাহান আলী ও বিধান চন্দ্র সাহা। সোমবার দুপুরে হামলার শিকার ব্যবসায়ীরা সাংবাদিকদের কাছে এই ঘটনার বর্ণনা দেন। তারা বলেন, মঙ্গলবার দুপুরে ৪ কাপড় ব্যবসায়ী জোটবদ্ধভাবে টাঙ্গাইলের কাপড়ের বৃৃহৎ বাজার করটিয়া হাটে শাড়ি, লুঙ্গী, গামছা সহ বিভিন্ন কাপড় ক্রয়ের উদ্দেশ্যে যান। এ হাট রাতের বেলায় বসে। রাতের হাট থেকে কেনা-কাটা শেষে রাতেই তারা রওনা দেন সারিয়াকান্দির উদ্দেশ্যে। পথের মধ্য ধুনট উপজেলার কালেরপাড়া পৌছুলে কয়েকজন সন্ত্রাসী মোটর সাইকেল সড়কের মধ্য দিয়ে গতি রোধ করে। এরপর তারা প্রথমে মাইক্রোবাস থেকে চাবি কেরে নেয় এবং চালক বজলুর রশিদকে কিল, ঘুষি, চর-থাপ্পড় মেরে টেনে হেচ্রে মাইক্রোবাস থেকে নেমে আনে। পরে তারা কাপড় ব্যবসায়ীদের মারপিটের পর, অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা সহ মালা-মাল লুটে নিয়ে যায়। এ সময় ব্যবসায়ীদের আর্ত চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন কাপড় ব্যবসায়ীদের উদ্ধার করে । কাপড় ব্যবসায়ী সুমন সাহা জাতীয় অনলাইন প্রেসক্লাব সারিয়াকান্দি শাখার সদস্য ও সারিয়াকান্দি টিভির পরিচালক। সুমন সাহা জানান, সন্ত্রাসীরা ঘটনার সময় ধুনট উপজেলা যুবলীগ নেতা বলে নাম ভাঙ্গায়। আসামিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে প্রস্তুতি চলছে ।
বগুড়ার ধুনটে সারিয়াকান্দি কাপড় ব্যবসায়ীরা সন্ত্রাসী হামালার শিকার
No comments:
Post a Comment