সুমন কুমার সাহা সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি ঃ শিক্ষায় ঐক্যতানে ,মানবতার কল্যাণে "এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারিয়াকান্দি মানব কল্যাণ ফাউন্ডেশন শুভ উদ্বোধন করা হয় ৷ ৪/৩/২০২২ ইং রোজ শুক্রবার সন্ধ্যায় সারিয়াকান্দি গ্রীন ল্যান্ড মাল্টি মিডিয়া স্কুল হল রুমে ডাঃ মোঃ লিটন মিয়া সভাপতিত্বে মোঃ আলমগীর কবির সাধারণ সম্পাদক এবং মোঃ পলাশ মিয়াকে অর্থ বিষয়ক সম্পাদক করে কমিটি গঠন করা হয় ৷ দুস্থ ও অসহায় মানুষের পাশে দাড়ানোর প্রয়াস কে এগিয়ে নিতেই একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, সমাজসেবা, গনসচেতনতা, সুনাগরিকত্বসহ বিভিন্ন সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই সংগঠন।
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো:- ১) সকলের মাঝে একতা, সৌহার্দ ও ভ্রাতৃত্ববোধ স্থাপন ও একে অন্যকে সাহায্য সহযোগীতা করা। ২) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত দরিদ্র মেধাবী ছাত্র/ছাত্রীদেরকে সহযোগীতা করা। ৩) এতিম শিশুদের সর্বোচ্চ সহায়তা প্রদান করা।৪) সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করা। ৫) যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সর্বোচ্চ সহায়তা প্রদান করা। ৬) ফ্রি-চিকিৎসা ক্যাম্পেইন করা। ৭) ফ্রি-রক্তের গ্রুপ পরীক্ষা করা। ৮)অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না এমন ব্যক্তিদের খুঁজে বের করা এবং চিকিৎসা সহায়তা করা। ৯) শীতে গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরন করা। ৯) বাল্যবিবাহ প্রতিরোধ করা। ১০) বার্ষিক বনভোজনের ব্যবস্থা করা। ১১) মাদকাসক্তদের বুঝিয়ে ভালো পথে আনা। ১২) কোনো অস্বচ্ছল ব্যক্তি যদি মৃতদেহ দাফন-কাফন করতে সক্ষম না হয় সে ক্ষেত্রে সারিয়াকান্দি মানবকল্যাণ ফাউন্ডেশন তার দায়ভার নিবে।
No comments:
Post a Comment