ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Sunday, 21 November 2021

সারিয়াকান্দি উপজেলায় চোরের উপদ্রব বেড়েই চলেছে

সারিয়াকান্দি উপজেলায় চোরের উপদ্রব বেড়েই চলেছে

সুমন কুমার সাহা ঃ বগুড়ার সারিয়াকান্দি সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের সাংবাদিক সাহাদত জামানের মোটরসাইকেল চুরি হয়েছে। জানা যায়, গত শনিবার রাতে তার নিজ বাড়ী হতে মোটরসাইকেলটি চুরি হয়েছে । একই রাতে পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের আমিরুল ইসলামের ১টি ছাগল চুরি গেছে। ২ দিন আগে পৌর এলাকার সাহাপাড়া ২নং ওয়ার্ডে নারায়ণ চন্দ্র বাড়ি চুরি হয়েছে। পারতিত পরল গ্রামের বেলাল মাষ্টারের বাড়ী হতে ২ টি গরু বের করে রাস্তায় নিয়ে যাওয়া হয়েছিল, এলাকার লোকের উপস্হিতি টের পেয়ে চোর গরু ফেলে পালিয়ে গেছে। গত কয়েকদিন আগে একই গ্রাম হতে ২ টি পানি উত্তোলনের বৈদ্যুতিক মোটর চুরি হয়েছে। গত শুক্রবার রাত ১১ টায় একই গ্রামের দুলাল মিয়ার বাড়ী হতে একটি খাসি ছাগল বের করার চেষ্টা করা হয়েছিল। দুলালের বৌয়ের চিৎকারে চোররা দৌড়ে পালিয়ে গেছে। গত কয়েকমাস আগে একই গ্রাম হতে শাহজাহান কবির টুটুলের ২ টি বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি হয়েছে। গত কয়েকদিন আগে উপজেলার পৌর এলাকার ধাপগ্রাম হতে কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত সেপ্টেম্বর মাসে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের রামনগর গ্রাম হতে বেশ কয়েকটি বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরির অভিযোগ রয়েছে। সারিয়াকান্দি পৌর এলাকার ৬নং ওয়ার্ডে সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল ওয়ারেছের বাড়ি হতে ১টি মোটর সাইকেল, আন্দর বাড়ি গ্রামের রুবেল হোসেনের বাড়ি হতে ১টি অটো গাড়ি ও ৮নং ওয়ার্ডের  পুলিশ ইন্সপেক্টর (অবঃ) আব্দুল কাদেরের বাড়ি হতে ১টি টিউবওয়েল চুরি হয়েছে। কোনো ভাবেই চোরদের দৌরাত্ম্যে থামানো যাচ্ছে না। এই নিয়ে সারা উপজেলার সাধারণ মানুষের মধ্যে ভয় ও উৎকণ্ঠা বিরাজ করছে। এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, সাংবাদিক সাহাদত জামানের সাথে আমার কথা হয়েছে। তিনি থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages