ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Friday, 15 October 2021

বগুড়া সারিয়াকান্দিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গা পূজা -সারিয়াকান্দি নিউজ

বগুড়া সারিয়াকান্দিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গা পূজা

সুমন কুমার সাহা সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি ঃ বগুড়া সারিয়াকান্দিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। আগামী বছর আবার আসবেন এই বিশ্বাসে অশ্রুসিক্ত নয়নে দুর্গা মাকে বিদায় জানান সনাতন ধর্মাবলম্বীরা। শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরের পর থেকে প্রতিমা বিসর্জনের মাধ্যমের শেষ হয় বিদায়ের আনুষ্ঠানিকতা।

দুপুরের পর থেকে বিভিন্ন স্থানের পূজামণ্ডপ থেকে প্রতিমাগুলো যমুনার তীরে একে একে আসতে শুরু করে। তবে করোনা পরিস্থিতির জন্য এ বছর হয়নি কোনো শোভাযাত্রা। বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত চলে প্রতিমা বিসর্জন। এতে সহায়তা করে স্থানীয় ঘাট প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার বাহিনী সহ জনপ্রতিনিধিরা । ফলে বিভিন্ন সাবধানতা অবলম্বন এবং সবার সহযোগিতায় কোনো ধরনের গোলযোগ ও বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা প্রতিমা বিসর্জন।

সারিয়াকান্দি কালিতলা ঘাট ছাড়াও বাঙালি নদীতে বিভিন্ন এলাকায় প্রতিমা বিসর্জন দেওয়া হয়। প্রতিমা ঘাটে নেওয়ার পর ভক্তরা শেষবারের মতো ধূপধুনো নিয়ে আরতি শেষে পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে দেবীকে নৌকায় তুলে বিসর্জন দেয় ভক্তরা। তবে আগামী বছর আরও সুন্দর একটি উৎসব নিয়ে দেবী দুর্গা মর্ত্যে আসবেন এটাই প্রত্যাশা সবার।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages