বগুড়ার সারিয়াকান্দিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন
সুমন কুমার সাহা সারিয়াকান্দি প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। খরিফ (২০২১-২০২২) সালের মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, নাবী পাট বীজ, মাসকলাই বীজ এবং সার বিতরণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া। সোমবার সকাল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান শাহিনূর বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকত জামিল প্রমুখ। এই কর্মসূচির আওতায় প্রতি কৃষক/কৃষাণীকে ১ কেজি পিঁয়াজের বীজ, ৪০ কেজি সার, ১ রোল পলিথিন, সুতলি এবং নগদ ২ হাজার ৮'শ টাকা এবং ১৩০ জন কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ এবং ১৫ কেজি সার, ৩০ জন কৃষকের প্রতিজনকে ৫০০ গ্রাম পাট বীজ এবং ২০ কেজি সার বিতরণ করা হবে।
No comments:
Post a Comment