বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় শোক দিবস পালিত
সুমন কুমার সাহা ঃ সারাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে রবিবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-১, (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান এমপি।
এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সাংসদ পুত্র সাখাওয়াত হোসেন সজল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ হিমু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিউর রহমান মতি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর ইসলাম পুটল , উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দুখু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাখাওয়াত হোসেন ছকো, ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু প্রতিককৃতিতে ফুল দিয়া শ্রদ্ধা জানান।
No comments:
Post a Comment