সারিয়াকান্দিতে লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে
সুমন কুমার সাহা ঃ সারিয়াকান্দিতে লকডাউন বাস্তবায়নে লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ সহ সতর্ক করা হয়। রবিবার সন্ধ্যায় পৌর এলাকার বিভিন্ন স্থানে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান একরামুল হক, পৌর মেয়র মতিউর রহমান মতি, বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সভাপতি আক্তারুজ্জামান, জাতীয় অনলাইন প্রেসক্লাব সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মিয়া গণমাধ্যমকে বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে ।
No comments:
Post a Comment