সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা
সুমন কুমার সাহাঃ গত ৩০ডিসেম্বর বুধবার দুপুরে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের দশটিকা এলাকায় গৃহহীনদের জন্য বাড়ি তৈরির প্রকল্পে অনিয়মের অনুসন্ধান করতে গিয়ে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান এবং চিত্রসাংবাদিক রবিউল ইসলামকে বেধড়ক পিটিয়ে তাদের ক্যামেরা, মাইক্রোফোন এবং মোবাইলফোন ছিনিয়ে নেয় একদল সন্ত্রাসী। স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে ৮/১০ জনের একটি দল এই হামলা চালায়। শনিবার সকালে এই হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাব। সারিয়াকান্দি উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শিবলী সরকারের সঞ্চালনায় প্রতিবাদ সভায় জেলা অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বকুল, সাংবাদিক তাজুল ইসলাম, সুমন কুমার সাহা, সামিউল ছনি, হেদায়েত লিটন, কামরুল ইসলাম, কামরুজ্জামান সহ এস টিভি উপজেলা প্রতিনিধি জাফরুল সাদিক,বাংলাদেশ প্রেসক্লাবের উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা রিপোর্টার ক্লাবের সম্পাদক আব্দুল ওয়াহেদ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন। আয়োজিত প্রতিবাদ সভায় ঘটনার সাথে জরিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান বক্তারা।
No comments:
Post a Comment