বগুড়ার সারিয়াকান্দিতে মাদক সম্রাজ্ঞী রমিছা গ্রেফতার
কামরুল ইসলাম সারিয়াকান্দি (বগুড়া) সংবাদ দাতাঃ বগুড়ার সারিয়াকান্দিতে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রমিছা (৬০) কে আটক করেছে সারিয়াকান্দি থানা পুলিশ। ৯ নভেম্বর সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২৫ পিচ নিষিদ্ধ লোপেন্টা ট্যাবলেট সহ তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে সারিয়াকান্দি থানা পুলিশ। সে সারিয়াকান্দি পৌর এলাকার আন্দরবাড়ী গ্রামের মরহুম তহসিন আলীর স্ত্রী। রমিছা কে গ্রেফতার করে মাদক মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করেছে থানা পুলিশ। এছাড়াও মৃত তহসিন আলীর ছেলে সাহাদুল ওরফে কাইলা, রাহাত হাসান বিটুল, রাশিদুল ইসলাম পলাশ ওরফে ল্যাংরা পলাশ সহ এই পরিবারে বিরুদ্ধে রয়েছে মাদক ব্যাবসার অভিযোগ। বিভিন্ন সময়ে তারা গ্রেফতার হলেও জামিন পেয়ে আবারো এই ব্যাবসায় জরিয়ে পরেন তারা। এই পরিবার দীর্ঘদিন যাবত এই মাদক ব্যাবসার সাথে জরিত বলে জানা গেছে। এ ব্যাপারে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান জানান, সে দীর্ঘদিন যাবত এই মাদক সরবরাহ করে আসছিলো। আমরা খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই এবং নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরন করেছি।
No comments:
Post a Comment