বগুড়ার সারিয়াকান্দি অনলাইন প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি নেতা রুস্তমের মতবিনিময়
আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি'র ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী পৌর বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান রুস্তম বলেন,১৯৯১ সালে সারিয়াকান্দি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের মাধ্যমে জাতীয়তাবাদী রাজনীতি শুরু করি। দীর্ঘদিন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালনের মাধ্যমে বর্তমানে পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনোনিত হয়ে দলের জন্য লড়াই সংগ্রাম ও বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে মাঠে সোচ্চার আছি। তিনি দল থেকে মনোনয়নের আশায় প্রতিদিন পৌরসভার ৯ টি ওয়ার্ডের গনসংযোগ করে চলেছেন। এছাড়াও তিনি পৌরবাসী ও দলীয় নেতাকর্মীর নিকট দোয়া এবং সমর্থন কামনা করেছেন। জাতীয় অন লাইন প্রেস ক্লাব সারিয়াকান্দি শাখার সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
শনিবার সন্ধ্যা ৬ টায় সারিয়াকান্দি মেইন রোড কাজলা মার্কেটে প্রেসক্লাবের অফিস কার্যালয়ে সারিয়াকান্দি অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, জাতীয় অন লাইন প্রেস ক্লাব বগুড়া জেলা শাখার সহ সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম বকুল। এসময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি মিজানুর রহমান মিলন, সাধারণ সম্পাদক শিবলী সরকার, দপ্তর সম্পাদক হেদায়েতুল ইসলাম লিটন , সদস্য রাহেনূর ইসলাম স্বাধীন, সুমন কুমার সাহা, সামিউল ইসলাম ছনি, কামরুজ্জামান কমল।

No comments:
Post a Comment