সারিয়াকান্দিতে অনলাইন প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন- মফিজুল ইসলাম পটলের
এস,কে,সাহাঃ আসন্ন সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সারিয়াকান্দি পৌর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম পটল বলেন, মরহুম আব্দুল মান্নান এমপি পৌরসভা করেছিলেন উন্নয়ন করার জন্য কিন্তু যারা মেয়র হয়েছিলেন তারা পৌরসভার উন্নয়ন না করে নিজেদের উন্নয়ন করেছেন। তাই আব্দুল মান্নানের স্বপ্নের পৌরসভা গড়ে তোলার জন্য দল থেকে মনোনয়ন প্রত্যাশি ।
তিনি বলেন, ২০০৩ সালে কাউন্সিলের মাধ্যমে উপজেলা ছাত্র লীগের সভাপতি নির্বাচিত হয়ে ছাত্র রাজনিতির মাধ্যমে বর্তমান পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এর দ্বায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করেছি। তিনি প্রয়াত জননেতা আব্দুল মান্নান এর স্বপ্নের পৌরসভা গড়ে তোলার জন্য জননেত্রী শেখ হাসিনার নিকট দল থেকে মনোনয়ন দাবী করেন।
তিনি জাতীয় অন লাইন প্রেস ক্লাব সারিয়াকান্দি শাখার সাংবাদিক গনের সহিত সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
সোমবার বিকাল ৪ টায় সারিয়াকান্দি মেইন রোড কাজলা মার্কেটে প্রেস ক্লাবের অফিস কার্যালয়ে জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, জাতীয় অন লাইন প্রেস ক্লাব বগুড়া জেলা শাখার সহ সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম বকুল, পৌর আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী , প্রচার সম্পাদক রাসেল মাহমুদ ,সারিয়াকান্দি অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শিবলী সরকার, সদস্য সুমন কুমার সাহা, ছামিউল ইসলাম ছনি, মিজানুর রহমান মিলন, কামরুজ্জামান কমল।

No comments:
Post a Comment