ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Tuesday, 1 September 2020

বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই সঠিক তথ্য প্রদান করে সরকারি কাজে সহযোগিতা করুন


বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই সঠিক তথ্য প্রদান করে সরকারি কাজে সহযোগিতা করুন


সারিয়াকান্দি উপজেলায় এখনো যাহারা বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই নিয়ে ঘরে বসে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। অতি দ্রুত ভাতার বই, একটি সচল মোবাইল নাম্বার ও এনআইডির ফটোকপিসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে যোগাযোগ করুন। তাৎক্ষণিকভাবে ডাটা এন্ট্রি অপারেটর (উদ্যোক্তা) আপনার ভাতার তথ্য MIS (Management Information System) এ এন্ট্রির জন্য নিয়োজিত আছেন। আপনার ভাতার অর্থ g2p প্রক্রিয়ার প্রাপ্তির লক্ষ্যে দ্রুত ভাতা বইয়ের mis সম্পন্ন করুন। অন্যথায় আপনার অনুপস্থিতি আপনাকে নিরুদ্দেশ বা এলাকা ত্যাগকারী হিসেবে বিবেচনা করবে। তখন ভাতা বইটি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক বাতিলের সুপারিশ করা হবে। তাই সঠিক সময়ে সঠিক তথ্য প্রদান করে সরকারি কাজে সহযোগিতা করুন।

                

                                                  অনুরোধক্রমে

                                              মোঃ নাইম হোসেন

                                    উপজেলা সমাজসেবা অফিসার

                                             সারিয়াকান্দি, বগুড়া।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages