সারাদেশের ন্যায় বগুড়া সোনাতলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোনাতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা খাতুন। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ (সারিয়াকান্দি সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো, সংসদ সদস্য তনয় শাখাওয়াত হোসেন সজল, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী। উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদ আহম্মেদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজিজার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রতন।
অনুষ্ঠানে শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের প্রধানমন্ত্রী প্রদত্ব অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত অন্যান্য সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা জিল্লুর রহমান।

No comments:
Post a Comment