ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Friday, 14 August 2020

বগুড়ার গাবতলীতে চ্যানেল এস ও গণকণ্ঠ পত্রিকার প্রতিনিধি কে প্রাণ নাশের হুমকি

 বগুড়ার গাবতলীতে চ্যানেল এস ও গণকণ্ঠ পত্রিকার প্রতিনিধি কে প্রাণ নাশের হুমকি


এস,কে,সাহাঃ বগুড়ার গাবতলী থানাধীন দূর্গাহাটা গ্রামে প্রকাশ্যে দিবালোকে চলছে রমরমা জুয়ার ব্যবসা। দূর্গাহাটা গ্রামে প্রতিদিন প্রকাশ্যে দিবালোকে জুয়া খেলা চালানো হয়। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় নিউজ সংগ্রহ করার জন্য পনির পাড়া তাদের জুয়ার আসরে নিকট চ্যানেল এস ও গণকণ্ঠ পত্রিকার প্রতিনিধি পৌছালে। সেখানে জুয়া খেলতে থাকা প্রায় ৪০-৫০ জন ব্যক্তি এলোপাতাড়ি ভাবে দৌড় দেয়। কিন্তূ সাংবাদিক গণ যখন আসর এর নিকট আসে তখন জুয়া পরিচালনা কারি মো: জাহাঙ্গীর ইসলাম, মো: কারেন্ট, মো: গিট্টু সহ তার দল বল চ্যানেল এস এর ক্যামেরা কেড়ে নেয় এবং প্রতিনিধি কে অকথ্য ভাষায় গালাগালি করে। অবশেষে তারা সাংবাদিকদেরর প্রাণ নাশের হুমকি প্রদান করে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ও দোষী দের শাস্তি দাবি জানাই। এ বিষয়ে গাবতলী মডেল থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages