ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Tuesday, 14 July 2020

বগুড়া-১ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান বেসরকারিভাবে এমপি নির্বাচিত

বগুড়া-১ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান বেসরকারিভাবে এমপি নির্বাচিত 

এস কে সাহা, সারিয়াকান্দিঃ ৩৬, বগুড়া-১ (সারিয়াকান্দি সোনাতলা) আসনে একাদশ জাতীয় সংসদ উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান নৌকা প্রতীকে ১ লক্ষ ৪৫ হাজার ২'শ ৯৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী  ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ  ট্রাক মার্কা পেয়েছেন ১ হাজার ৫'শ ৬৩ ভোট, জাতীয় পার্টির প্রার্থী অধ্যক্ষ মোকছেদুল আলম (লাঙ্গল) পেয়েছে ১২৫১ ভোট, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির মোঃ রনি (বাঘ) পেয়েছে ১৮৪ ভোট ও খেলাফত আন্দোলনের প্রার্থী প্রভাষক নজরুল ইসলাম (বটগাছ) পেয়েছে ৪৭৪ ভোট।

বগুড়া-১ আসনে সংসদ উপ নির্বাচনে এমপি পদে এবার ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া বিএনপি প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানান, গত ১৮ জানুয়ারী আওয়ামী লীগ সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় ২৯ মার্চ।

করোনার কারণে সেই তারিখে ভোটগ্রহণ স্থগিত হয়ে আবারো তারিখ নির্ধারণ হয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ১৮০ দিনের মধ্যে উপ-নির্বাচন করার নিয়ম থাকায় ১৪ জুলাই ভোট গ্রহণ করা হচ্ছে বগুড়া-১ আসনে।

বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুল আলম শাহ জানান, সারিয়াকান্দি উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৩৫২ জন এবং সোনাতলা উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৫৬৬ জন। বন্যা ও করোনার মাঝে সাংবিধানিক কারণে ভোট হলেও স্বাস্থ্য সেবা মেনেই ভোট গ্রহণ করা হয়েছে।
বগুড়া-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৯১৮ জন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages