করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে সারিয়াকান্দিতে অস্থায়ী ভাবে পাবলিক মাঠে কাঁচা বাজার স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কাঁচা বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায় ক্রেতা শূন্য ! এ বিষয়ে কাঁচা ব্যবসায়ীদের সাথে দোকান স্থানান্তর নিয়ে মতবিনিময় করেন- সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ। এসময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি সংবাদের সম্পাদক এস কে সাহা , সদর ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর কবির, সাংবাদিক সামিউল ইসলাম সনি, হেদায়েত ইসলাম লিটন প্রমুখ।
উল্লেখ্য, গত মঙ্গলবার লটারির মাধ্যমে কাঁচা বাজার ব্যবসায়ীদের দোকান ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৬ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে। খোলা মাঠে কাঁচা বাজার হওয়ায় সর্বশ্রেনীর মানুষ স্বস্তি বোধ করছে বলে জানান ক্রেতারা।
No comments:
Post a Comment