ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Saturday, 11 April 2020

করোনা মোকাবেলায় সরকারের লক-ডাউন সিদ্ধান্তের প্রেক্ষিতে -প্রভাষক শৈলেন্দ্র প্রসাদ চৌধুরী মানিক

ডেস্ক রিপোর্টঃ করোনা মোকাবেলায় সরকারের লক-ডাউন সিদ্ধান্তের প্রেক্ষিতে বিশ বছর যাবৎ একটি নন এমপিও কলেজে চাকরি করা একজন শিক্ষকের ফেসবুক স্টেটাস সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার নজর কেরেছে। এখানে তিনি তার নিজ পরিস্থিতির কথা তুলে ধরলেও এমনটাই অবস্থা নন এমপিও কলেজের শিক্ষক দের। তিনি সেই সাথে সমগ্র পৃথিবির এই ক্লান্তি লগ্নে নিজের সার্থের বিবেচনা বাদ দিয়ে নিজের মেধা চর্চার আবেদন জানান সংশ্লিষ্ট মহলের কাছে। এ সময় তিনি সবার মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন। বিশ বছরেও এমপিও না হওয়া এই কলেজ শিক্ষকের কথায় বুঝা যায় অন্যান্য নন এমপিও কলেজের শিক্ষদের বর্তমানে পরিস্থিতি কি এবং পরিবার নিয়ে কেমন আছেন তারা। এই মুহুর্তে তাদের পাশে দারানো খুবই জরুরি।

নাটোর কালিকাপুর -বনপাড়া কৃষি ও কারিগরি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক শৈলেন্দ্র প্রসাদ চৌধুরী মানিকের ফেসবুক স্টেটাস টা হুবহু তুলে ধরা হলো।


মাননীয়,
আমি ননএমপিও কলেজের জেনারেল শাখার পদার্থ বিজ্ঞান এর প্রভাষক ২০০০ সাল হতে। যা দুই এক টি প্রাইভেট পড়াতাম তাও বন্ধ। আমার পড়াতে ভালো লাগে, এখন কবিতা লেখি না, গান গাই না, দেশের তথা পৃথিবীর এই করুণ অবস্থায় আমার চোখ আর্দ্র হয়ে আসছে। এই সময়ে কিছু চাওয়া আমার পক্ষে মানায় না তবু বলি আমি আমার মেধার কাজ চাই যাতে করে আমার দেশ তথা পৃথিবীর সন্তানদের  কিছু দিতে পারি।

শৈলেন্দ্র প্রসাদ চৌধুরী মানিক
প্রভাষক
পদার্থ বিজ্ঞান (জেনারেল শাখা)
কালিকাপুর -বনপাড়া কৃষি ও কারিগরি কলেজ, বনপাড়া, বড়াইগ্রাম, নাটোর।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages