সুমন কুমার সাহা ঃ মা ইলিশ সংরক্ষণে বগুড়ার সারিয়াকান্দিতে জেলা টাস্কফোর্স কমিটি, বগুড়ার যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকালে উপজেলা যমুনা নদীতে বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, জেলা মৎস্য অফিসার কালি পদ রায়ের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযান চালিয়ে ১৫ কেজি ইলিশ মাছ, ৫০ হাজার মিটার কারেন্ট জাল, বৈদ্যুতিক শক দিয়ে মাছ মারার ২ টি যন্ত্র ব্যাটারী জব্দ করা হয়। সেই সময় মা ইলিশ শিকারের অপরাধে ৫ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কারাদণ্ড প্রাপ্ত জেলেরা হলো, উপজেলার কাজলা ইউনিয়নের চর ঘাগুয়া গ্রামের খোশ মোহাম্মদের ছেলে জিন্না মিয়া (৩২), একই গ্রামের রফিক প্রামানিকের ছেলে ফরহাদ আলী (৪০), উত্তর টেংরাকুড়া গ্রামের কালু ফকিরের ছেলে জাহিদুল ইসলাম (২৮), চালুয়াবাড়ী ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের বাদশা শেখের ছেলে রকিদুল শেখ (২৫) এবং সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের দহপাড়া গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে মিনারুল ইসলাম (২৮)। উক্ত অভিযানটি সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.আতিকুর রহমান, উপজেলা মৎস্য অফিসার মুর্শিদা খাতুন, থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ। জব্দকৃত ইলিশ মাছ গুলো উপজেলার বিভিন্ন এতিম খানায় প্রদান করা হয়। এ বিষয়ে বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, মা ইলিশ রক্ষার অভিযান অব্যাহত থাকবে। এসময় সরকারি নির্দেশ অমান্য করে যদি কেউ ইলিশ শিকার করে তবে তাদের আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পুর্ন নিষিদ্ধ।
No comments:
Post a Comment