ভুল চিকিৎসায় সারিয়াকান্দির শিশু আব্দুল হাকিমের মৃত্যুর অভিযোগ
নিউজ ডেস্ক ঃ ভুল চিকিৎসায় সারিয়াকান্দির শিশু আব্দুল হাকিম নামে ৬বছর বয়সী শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শনিবাবার দুপুরে বগুড়া সদর উপজেলার চেলোপাড়া রোডে নারুলী জ্যোতি ফার্মেসিতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় শিশুটির বাবা মো ঃ আব্দুল হামিদ আকন্দ বাদি হয়ে বগুড়া সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের ডেবডাঙ্গা গ্রামের আব্দুল হামিদ আকন্দের ছেলে আব্দুল হাকিম এক বছর আগে মাথায় আঘাত পেয়ে বাম পাশে ফুলে যায়। গত ৭মাস আগে বগুড়া সদর উপজেলার নারুলী জ্যোতি ফার্মেসিতে ডাঃ জহুরুল হকের কাছে চিকিৎসা নেন। চিকিৎসক তাকে শিশুটিকে নিয়ে কয়েক মাস পরে আসতে বলেন। সে মোতাবেক গত কাল শনিবার ২২-০৬-২৪ ইং তারিখে শিশুটিকে নিয়ে ফার্মেসিতে আসেন।ডাঃ জহুরুল হক ফোলা জায়গায় অপারেশন করার কথা বলেন এবং তিনি অপারেশন করার পূর্বে অবশকরন ইনজেকশন পুশ করে। ইনজেকশন পুশ করার সাথে সাথে শিশুটির নাখ ও মুখ দিয়ে লালা বের হয়। আবস্থা অবনতি হওয়ার কারনে ওই ডাঃ তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিতে বলেন। মোহাম্মদ আলী হাসপাতালে নেয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘেষনা করেন।শিশুটিকে হাসপাতালে পাঠানোর পরপরেই তড়িঘড়ি করে ওই চিকিৎসক তার ফার্মেসি বন্ধ করে পালিয়ে যান। এব্যাপারে ডাঃ জহুরুল হকের সঙ্গে তার মোবাই নাম্বারে একাধিকবার যোগাযেগ করার চেষ্টা করা হলেও মোবাইল বন্ধ থাকায় যোগাযেগ করা সম্ভব হয়নি। শিশুটির বাবা,সুষ্ঠ তদন্তের মাধ্যমে আসামীর শাস্তি দাবি করেন।
No comments:
Post a Comment